বিশ্বের সবচেয়ে হাসির ১০টি ৫ সেকেন্ডের ভিডিও


ভিডিও হিউমার খুবই জনপ্রিয় বিনোদন উপকরন হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। ৫ সেকেন্ডের ভিডিও আপনাকে  হাসিয়ে শেষ করে দিতে পারে তা জানেন? কিন্তু এমন অনেক গ্যাগস আছে সেগুলো বুঝতে হলেও আপনাকে অনেক বুদ্ধিমান হতে হয়। যার তার সাথে যে কোন রসিকতা হয় না। যাহোক, দেখুন তো নিচের ভিডিওগুলো দেখে আপনি না হেসে থাকতে পারেন কিনা।

দেখুন make use of এর লিস্ট করা সেরা ১০টি ৫ সেকেন্ডের ভিডিওঃ

প্ল্যাঙ্কিং

আসল কথা আগে, প্ল্যাঙ্কিং কি সেটা জানেন তো? 

Read the rest of this entry

বন্ধ হয়ে গেল বিশ্বের অন্যতম জনপ্রিয় টরেন্ট শেয়ারিং সাইট BTjunkie


সোপা আর পাইপার অত্যাচারে ইন্টারনেট দুনিয়া ক্যান্সারের রোগির মত ভুগছে। গুগল, উইকিপিডিয়া, ফেইসবুক, পাইরেট-বে সহ প্রায় সব ক্ষমতাধর সাইট যখন সরাসরি রুখে জানিয়েছে এমনি এক সময় BTjunkie’র হাল ছেড়ে দেয়া এক বিষ্ময়ের জন্ম দিয়েছে।

দীর্ঘ ৭টি বছর ধরে নানান প্রতিকূলতার মধ্যেও মাথা উঁচু করে থেকে হঠাৎ এভাবে বন্ধ হয়ে যাবার কারন কি? উত্তর দিলেন ‘টরেন্ট ফ্রিক’ কর্তৃপক্ষ, “মেগাআপলোড বন্ধ হয়ে যাবার পর যে চাপ সৃষ্টি হয়েছে তারই ফলস্রুতিতে BTjunkie’ও নিজেদের স্বেচ্ছায় গুটিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে”।

এতে করে অনলাইনে কর্পোরেট আগ্রাসন বৃদ্ধির ফলাফল আরো স্পষ্ট করে বোঝা গেল।

সবার মনে এখন একটাই প্রশ্ন, “তাহলে কি ইউ.এস. মন্ত্রিসভাই অনলাইনে সোপা/পিপা প্রয়োগের যুদ্ধে জিতে যাচ্ছে? “

ল্যাপটপের যত্ন-আত্তি


বহনযোগ্য কম্পিউটার আজকাল জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে। আর তাই আজকাল  ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে  দাড়িয়েছে। চাকুরিজীবি কিংবা ছাত্র সবার কাছেই ল্যাপটপ এখন পরম আরাধ্য একটি বিষয়। সারাদিনের কর্মব্যস্ততায় যারা খবরের কাগজ পারেন না কিংবা বন্ধু বান্ধবের খবর রাখতে পারেন না তারা নিজেদের প্রতিষ্ঠানের যেকোন ওয়াইফাই জোনে নিজের ল্যাপটপ খুলে বসেন অনলাইনে খবরের কাগজ পড়ে বা ই-মেইল ফেসবুকিং করে সময়টা কাটিয়ে দিতে, সমসাময়িক বিষয় নিয়ে ব্লগিং করতে কিংবা কোন ফটোগ্রাফার সেই সুন্দরবনে বাঘের ছবি তুলে সাথে সাথে অনলাইনে পোস্ট করে দিচ্ছে, ল্যাপটপের ক্রমাগত প্রসারেই এতকিছু সম্ভব হচ্ছে।

কিন্তু এই ল্যাপটপের যত্নআত্তি কি ঠিকমত করা হয়?

নিচে আপনার ল্যাপটপকে সুস্থ রাখার কিছু সহজ টিপস দেয়া হল।

ল্যাপটপ হোক আমাদের প্রযুক্তি জগতে বিচরনের সোপান

Read the rest of this entry

ফেসবুকে বিভিন্ন পোস্টের মোবাইল থেকে শেয়ার উপযোগী লিঙ্ক তৈরির পদ্ধতি


ফেসবুকে যারা পেইজ চালান তারা জানেন ফ্যানদের অনেকেই মোবাইল থেকে ফেসবুক ব্যবহার করেন। আর ফেসবুক মোবাইলে শেয়ার বাটন নাই। তারা চায় মোবাইল থেকে শেয়ার করার লিঙ্ক এডমিন যেন দিয়ে দেন।

মোবাইল শেয়ার লিঙ্ক বানানোর জন্য নিন্মলিখিত ৩ টি ধাপ অনুসরন করতে হবেঃ

ধরি এই পোস্টের মোবাইল শেয়ার লিঙ্ক বানাতে হবে।

Trust Me, I’m a Doctor পেইজের ছবি

প্রথম ধাপ

সর্ব প্রথম আপনাকে যা করতে হবে,তা হল আপনার পোস্টের লিঙ্কের শুরুতে http://www.facebook.com/share.php?u এই লেখাটুকু লিখতে হবে,লিখে php?u এর পর একটা সমান ( = ) চিহ্ন দিতে হবে। এই রকম হবে দেখতে php?u=

Read the rest of this entry

পিসি গেমিং রিভিউ (পর্ব – ২) – Assassins’ Creed Brotherhood


গত পর্বের পরঃ

Assassins’ Creed – Brotherhood:

এই পর্বে এজিও আদিতোরে দ্য ফিরেনজে (এজিও) তার যাত্রা শুরু করে। তার চাচা মারিও’র মৃত্যুর পর সে বুঝতে পারে ওর উপর এখন বিশাল দায়িত্ব। সমগ্র Assassins’ দের নেতৃত্ব দেবার দায়িত্ব তার উপরই এসে পড়ে। নিজ দেশ ফ্লোরেন্স থেকে পালাতে হয় তাকে। ভিলা আদিতোরে ধবংস করে দেয় পোপের সেনাবাহিনীর প্রধান চেসারে (Cesare)। চাচা মারিওর কাছে গচ্ছিত আপল-অফ-ইডেন নিয়ে যায় চেসারে। এজিও অনেক কষ্টে পালায়। রোমে গিয়ে Assassins’ Brotherhood এর হাল ধরে সে। ওদিকে বোর্জিয়াদের অত্যাচারে সাধারন মানুষ বিদ্রোহী হয়ে উঠেছে। ওরা আক্রমন করতে থাকে বোর্জিয়াদের। এজিও সাহায্য করে ওদের। ট্রেনিং দিতে থাকে সাধারন মানুষকে। তৈরি করে একেকজন সফল Assassin। গেম এ দেখা যায় এজিও ইচ্ছে করতে ফাইটের সময় ওদের ডাকতে পারে। এটি খুবই মজার। একটি সুন্দর অপশন হল ‘Arrow Storm’ ! সামনে শত্রু? জাস্ট Arrow Storm দিন, উপর থেকে আপনার শিষ্যরা তীরের বন্যা বইয়ে দিবে।

সমাজের অবস্থা হয় খুব অস্থিতিশীল। এজিওর বন্ধু লিওনার্দো-দ্য-ভিঞ্চিকে বোর্জিয়ারা ধরে নিয়ে যায় যুদ্ধ সরঞ্জাম তৈরি করে দিতে। লিওনার্দো ওদের কামান বানিয়ে দেয়, যে কামান ওরই বন্ধু এজিওর বিরুদ্ধে ব্যবহার করা হবে। লিওনার্দোকে গোপনে দেখা করতে হয় এজিওর সাথে। ডাবল ব্লেড, প্যারাস্যুট ইত্যাদি দিয়ে তাকে সাহায্য করে।

ওদিকে ফ্রেঞ্চরাও দখল নিতে আসে ওর মাতৃভূমির। বন্ধু বারতোলোমেও ডি’আলভানোর সাথে মিলে তাদেরও প্রতিরোধ করে। বারতোলোমেওর স্ত্রীকে ধরে নিয়ে যায় ফ্রেঞ্চরা। এজিওর অসাধারন বুদ্ধিতে বেঁচে ফিরে আসে সে।

Read the rest of this entry

পিসি গেমিং রিভিউ – Assassins Creed সিরিজ


বাংলাদেশের প্রেক্ষাপটে পিসি গেমিং হল একমাত্র একটিভিটি যা সব বয়সের পিসি ইউজাররা পছন্দ করেন। পিসিতে যারা অনেক আগে থেকেই গেমস খেলেন তাদের খেলা প্রথম গেমগুলোর মধ্যে খুব জনপ্রিয় গেমগুলো হচ্ছে RoadRush, Need for speed 2, Fifa 98, Moto racer, Dx Ball, Virtual cop, House of dead । এসব গেমস ছিল পাইওনিয়ার সব গেম। এসব 2D/3D গেমগুলোর তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর উত্তরসূরীরাই আজ তৈরি করছে Need for speed – The Run, Call of DutyModern Warfare 3, Battlefield 3, Fifa 12, Medal of honor, Batman Arkham city, Assassins’ creed – Revelations এর মত বিশ্বকাঁপানো সব গেমস। আজ সবার সামনে এসেছি Assassin’s Creed নিয়ে।

Read the rest of this entry